Sunday, September 28, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollপ্রবীণ মায়েদের হাতেই উমার বোধন শান্তিপুরে বিদ্যাসাগর বিদ্যাপীঠ ক্লাবের পুজোর থিম 'ইচ্ছে...
Nadia

প্রবীণ মায়েদের হাতেই উমার বোধন শান্তিপুরে বিদ্যাসাগর বিদ্যাপীঠ ক্লাবের পুজোর থিম ‘ইচ্ছে ডানা’

বিদ্যাপীঠ ক্লাবের এটি ৫০ তম সুবর্ণ জয়ন্তী দুর্গাপুজো

নদীয়া: শান্তিপুর (Shantipur) টাউনশিপের বিদ্যাপীঠ ক্লাবের দুর্গাপুজো (Durga Puja) এ বছর উদযাপন করলো ৫০ তম সুবর্ণ জয়ন্তী। এবারের পুজোর উদ্বোধনের সম্মান প্রাপ্ত হল সেই সমস্ত প্রবীণ মায়েদের হাতে, যাদের হাত ধরেই শুরু হয়েছিল এই পুজোর যাত্রা। সেই মায়েরা আজ প্রবীণ হলেও, ৫০ বছর আগে তারা ছিলেন তরুণী গৃহবধূ বা কিশোরী। ক্লাব কর্তৃপক্ষ রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ না দিয়ে সমাজের প্রকৃত পথপ্রদর্শক, মায়েদের হাতে উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছে।

এবারের থিম হল ‘ইচ্ছে ডানা’, যা সমাজে পাখিদের সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে চায়। মণ্ডপের ভিতরে তৈরি হয়েছে পাখিদের প্রাকৃতিক পরিবেশ, মাটির হাঁড়ি, কলসি, গাছের ডাল, মাছ ভরা জলাশয় যাতে জীবন্ত অভিজ্ঞতা পাওয়া যায়। প্রতিমার নির্মাণও থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেছে।

আরও পড়ুন: বিগ বাজেটের পুজোগুলিকে টক্কর দিচ্ছে নদীয়ার বাদকুল্লার অনামি ক্লাব

৫০ বছরের ইতিহাস স্মরণীয় করতে ক্লাব নেয় একাধিক সামাজিক উদ্যোগ। রাজ্য সরকারের ১ লাখ ১০ হাজার টাকা অনুদান দিয়ে শুধু পুজোর খরচ নয়, বরং দুস্থদের বস্ত্র বিতরণ, মধ্যাহ্ন ভোজন এবং ছাত্রছাত্রীদের জন্য বই-খাতা বিতরণ করা হয়েছে।

উদ্বোধনের দিন থেকেই দর্শনার্থীরা কাতারে কাতারে উপস্থিত হয়েছে। পুজো চারদিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের আনন্দ আরও বেড়াবে। বিদ্যাপীঠ ক্লাবের এই সুবর্ণ জয়ন্তী প্রমাণ করে অতীতকে সম্মান, পরিবেশকে রক্ষা এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা হলো প্রকৃত উৎসবের চেতনাই।

দেখুন আরও খবর: 

Read More

Latest News